ফ্রি উচ্চ মাধ্যমিক আইসিটি কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি

ফ্রি উচ্চ মাধ্যমিক আইসিটি কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি

আসসালামু আলাইকুম। ”সোমার ডায়েরী” কতৃক পরিচালিত সোমা একডেমি একটি সেবামূলক প্রতিষ্ঠান। শিক্ষাকে সবার জন্য উন্মুক্ত করতে সোমা একাডেমি বদ্ধ পরিকর। প্রাথমিকভাবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পর্যায়ের আইসিটি কোর্সটি সম্পূর্ণ বিনামূল্যে অফার করা হলেও পর্যায়ক্রমে অন্যান্য সকল বিষয় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
———
বৈশিষ্ট্য:
১। সম্পূর্ণ বিনামূল্যে। কোর্স চলাকালীন কখনই টিউশান ফিস বা অন্য কোন হিডেন ফিস চাওয়া হবে না ইনশাআল্লাহ।
২। ক্লাসের কোন পড়া মুখস্ত করতে হবে না। ক্লাসে যা পড়ানো হলে তা এমনিতেই মনে থাকবে। (একটা ক্লাস করলেই বুঝবেন)
৩। 24/7 স্টাডি গ্রুপ। যেখানে একজন আরেকজনকে সগযোগিতার মাধ্যমে শিখতে পারবেন।
৪। পিডিএফ নোট/লেকচার শীট/মডেল টেস্ট এর প্রশ্নপত্র প্রদান করা হবে।
৫। আমরা যা পড়াবো তার বাহিরে কোন কিছু পড়তে হবে না। আমাদের আলোচনা থেকেই যে কোন পরীক্ষায় প্রায় শতভাগ কমন থাকবে ইনশাআল্লাহ।
৬। যে কোন পেইড কোর্সের চেয়ে কোয়ালিটি এডুকেশান প্রদান করা হবে ইনশাআল্লাহ।
———

শর্তসমূহ:
১। নিয়মিত ক্লাস করতে হবে। ক্লাস রেগুলার না করলে কোর্স থেকে রিমুভ করা হবে।
২। কমপক্ষে ১০০ জন শিক্ষার্থী হতে হবে।
———
মেন্টর: আইসিটি কোর্সে শিক্ষক হিসেবে থাকবেন: প্রকৌশলী তৌফিকুল ইসলাম, লেকচারার, মিরপুর সাইন্স কলেজ, ঢাকা এবং সাবেক লেকচারার, আইডিয়াল বিশ্ববিদ্যালয় কলেজ, ঢাকা।
———-
কোর্স এ জয়েন হতে চাইলে +1 (484) 290-0002 নম্বরে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আপনার নাম এবং কলেজের নামটি জানাবেন।