সহশিক্ষা কার্যক্রম

11923272_875014292588849_1269127656642462320_o
33597401_1663037850470982_1279245379069542400_o
অনেক শিক্ষার্থীই আছেন যারা একডেমিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের সাথে যুক্ত থাকে। আর একজন আদর্শ শিক্ষার্থীর পড়াশোনা করার মূল উদ্দেশ্য শিক্ষা অর্জন করা হলেও মনন বিকাশ, মানশিক বিকাশ, যোগাযোগ বৃদ্ধি এবং নেতৃত্ব বিকাশের মত দক্ষতাগুলো অত্যন্ত জরুরি। এ ধরনের চর্চা একজন শিক্ষার্থীর উপর চাপ কমিয়ে আনে এবং মনযোগ বিকেন্দ্রীকরণে সহায়তা করে৷ তাই পড়াশোনার পাশাপাশি সুস্থ বিনোদন ও মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য সহশিক্ষা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
33614929_1663037690470998_8203826244794449
11418372_778406542280326_1560686146_n - Copy - Copy (2)

শিক্ষার্থীদের জন্য সোমা একাডেমি কতৃক পরিচালিত ক্লাবসমূহ:

· ক্যারিয়ার ডেভলপমেন্ট ক্লাব

· কালচারাল ক্লাব

· ল্যাংগুয়েজ ক্লাব

· সাইন্স ক্লাব

· কম্পিউটার ক্লাব