বাংলাদেশে সরকারী-বেসরকারী হাজার হাজার ইন্সটিটিউট আছে। তবে ইন্সটিটিউট বড় কথা নয়। বড় কথা হচ্ছে ইন্সটিটিউট এ শিক্ষার মান ও শিক্ষকদের দক্ষতা এবং শিক্ষার্থীরা কি শিখছে। এই সব বিষয়ের ওপর নির্ভর করে একটি ভাল ইন্সটিটিউট এর বৈশিষ্ট্য শুধু মুখস্তনির্ভর পড়া নয়, পাঠ্যবইয়ের পাশাপাশি দেশপ্রেমের শিক্ষা, নৈতিক শিক্ষা, সচেতনতামূলক শিক্ষা প্রদানসহ শিক্ষার্থীদের মাঝে নানা সাংস্কৃতিক চেতনা জাগ্রত করা একটি ভাল ইন্সটিটিউট এর বৈশিষ্ট্য।
শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার মাধ্যমে সর্বোপরি তাদের দক্ষ হিসেবে তৈরি করাই আমাদের লক্ষ্য। আর এ লক্ষ বাস্তবায়নে দেশসেরা শিক্ষকদের সাথে সোমা একাডেমি এগিয়ে চলছে এক অপ্রতিরোধ্য গতিতে। সরাসরি পাঠ্য বই থেকে পাঠ দান, শুধু লেকচার শীট বা নোট কেন্দ্রিক প্রস্তুতি নয় বরং হাতে কলমে শিক্ষা প্রদানে সোমা একাডেমি এর আছে অনলাইন ব্যবস্থাপনা। সেই সাথে আছে সমৃদ্ধ অনলাইন লাইব্রেরী আর তার সাথে নূন্যতম টিউশান ফিস।
প্রতিটি শিক্ষার্থীই সোমা একাডেমি এর সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য। আমরা বিশ্বাস করি উপযুক্ত অবস্থার অধীনে এবং উপযুক্ত কৌশলের সাথে, সমস্ত শিক্ষার্থী শিখতে পারে এবং শিখবে। শেখার অভিজ্ঞতার প্রকৃতি এবং গুণমান অবশ্যই অনুকরণীয় হতে হবে। আজকের প্রযুক্তিগত সমাজে সৃজনশীল চিন্তাভাবনা এবং বিশ্লেষণ দক্ষতা গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের জ্ঞানের সাথে সাথে সমালোচনামূলক চিন্তাভাবনার দক্ষতা অর্জন করতে হবে। তাদের শেখানো উচিত কিভাবে শিখতে হয় এবং তারা যা শিখে তা কিভাবে প্রয়োগ করতে হয়। ছাত্র-ছাত্রীদের পারফরম্যান্স অবশ্যই ঘন ঘন মূল্যায়ন করতে হবে। অর্জনের তথ্য বিশ্লেষণ করা উচিত এবং সেই অনুযায়ী নির্দেশনা পরিকল্পনা করেই আমরা আমাদের সাফল্য নিশ্চিত করি।
আল্লাহ তা’আলার অশেষ রহমতে, সোমা একাডেমি এর এই যাত্রা পথে শত শত শিক্ষার্থীর সফলতার সাক্ষী হতে পেরেছি এবং তাদের গর্বিত বাবা মায়ের দুয়া ও আশীর্বাদে আমরা সবাই সিক্ত হতে পেরেছি। শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আমরা বিশ্বাস করি শ্রেষ্ঠত্বে। আর এই শ্রেষ্ঠত্ব অর্জন তখনই সম্ভব হয়েছে যখন শিক্ষক হিসেবে আমরা শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে সক্ষম হয়েছি। নেলসন ম্যান্ডেলা বলেছেন সঠিক শিক্ষা-ই আমাদের বিশ্ব পরিবর্তনের সবচেয়ে বড় অস্ত্র। সেই লক্ষ্যে সোমা একাডেমি শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।