উম্মে ফারজানা, সোমা একাডেমি থেকে ঢাবি-বি ইউনিটে 366 তম

উম্মে ফারজানা, সোমা একাডেমি থেকে ঢাবি-বি ইউনিটে 366 তম

শুরু থেকেই সোমা একাডেমি এর সাথে ছিলাম। সবসময় সাপোর্ট  পেয়েছি। Admission test এর আগে বিশেষ  কোন প্রস্তুতি নিতে পারিনি। একপ্রকার বাধ্য হয়ে সবাইকে জানাই যে, আমি Admission test দেব না। হয়ে গেলাম সহপাঠীদের বিরক্তির কারণ। অনেক কান্নাকাটি করে Apply করলাম এবং তেমন কোন প্রস্তুতি ছাড়াই পরীক্ষা দিলাম। আমার মনে আছে যে আমি Question paper নিয়ে প্রায় দশ মিনিট বসে ছিলাম। কারণ কীভাবে নাম এবং অন্যান্য তথ্যগুলো লিখব, Coaching না করায় এ ব্যাপারে কোন ধারণা ছিল না। তবে সোমা একাডেমিতে রেগুলার ক্লাস করায় বেসিকগুলো খুব ভাল বুঝতাম। জাস্ট এটুকুই।

সবশেষে জুনিয়রদের উদ্দেশ্যে বলতে চাই, কখনো হাল ছাড়বে না। জীবনে খোঁচা দেওয়ার অনেকেই আছেন, কিন্তু উৎসাহ দেওয়ার মানুষ খুব কম। তবুও পিছু হটবে না।মনে রাখবে, Allah help those who help themselves.

 
—————————-
উম্মে ফারজানা নাবা,
ঢাকা বিশ্ববিদ্যালয় (খ ইউনিট)
366 তম