এসএসসি পরীক্ষায় নাটোর জেলায় সর্বোচ্চ নম্বর অর্জন সোমা একাডেমির শিক্ষার্থীর
এসএসসি পরীক্ষায় নাটোর জেলায় সর্বোচ্চ নম্বর হিসেব ১২৭১ নম্বর অর্জন করে সোমা একাডেমির শিক্ষার্থী অঙ্কিতা চক্রবর্তী। সোমা একাডেমির অধীনে পরিচালিত ইংরেজি কোর্সে শিক্ষক মাহামুদুল হাসান এর তত্বাবধানে ইংরেজিতে তার অর্জিত নম্বর ১৯২। সোমা একাডেমি তার ভবিষ্যত জীবনের জন্য শুভকামনা জানাচ্ছে।
উম্মে ফারজানা, সোমা একাডেমি থেকে ঢাবি-বি ইউনিটে 366 তম
শুরু থেকেই সোমা একাডেমি এর সাথে ছিলাম। সবসময় সাপোর্ট পেয়েছি। Admission test এর আগে বিশেষ কোন প্রস্তুতি নিতে পারিনি। একপ্রকার বাধ্য হয়ে সবাইকে জানাই যে, আমি Admission test দেব না। হয়ে গেলাম সহপাঠীদের বিরক্তির কারণ। অনেক কান্নাকাটি করে Apply করলাম এবং তেমন কোন প্রস্তুতি ছাড়াই পরীক্ষা দিলাম। আমার মনে আছে যে আমি Question paper নিয়ে […]