slide-classic-3.jpg

উচ্চ মাধ্যমিক পর্যায় একাডেমিক কোচিং

উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের শিক্ষাজীবন যেন হয় আনন্দঘন, ভালো লাগা বিষয়ে দক্ষ হয়ে ওঠার শিক্ষক, পাঠসামগ্রী, পঠন-পাঠন, সাংস্কৃতিক কর্মকাণ্ডে ভরপুর। প্রতিটি শিক্ষার্থী যেন প্রয়োজনীয় জ্ঞানদক্ষতা নিয়েই পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হয়, কোনোভাবেই তার পিছিয়ে পড়া অবস্থানকে প্রশ্রয় দেওয়া ঠিক হবে না। সেখানে শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্ব এবং অভিভাবকদের দায়িত্ব যেন একাকার হয়ে ওঠে। সবচেয়ে বড় কাজটি হবে মানসম্মত পাঠদানের শিক্ষক ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করা। সেখানে কোনো ঘাটতি থাকতে দেওয়া চলবে না। তবেই দেশের তরুণদের মধ্য থেকে আমরা দক্ষ, অভিজ্ঞ, মেধাবী ও সৃজনশীল শিক্ষার্থী পাওয়ার আশা করতে পারব। আর এ লক্ষ্য অর্জনে সোমা একাডেমি বদ্ধ পরিকর।