University-blog-001-1024x683
iStock_000027500935_Large-1024x683
002.jpg
Sliderv1-005.jpg

শিক্ষার্থীদের জন্য ল্যাব সুবিধা

কম্পিউটার শিক্ষা ছাড়া আধুনিক সভ্যতা বিনির্মাণ অসম্ভব। আধুনিক যুগের সঙ্গে তাল মেলাতে কম্পিউটার শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম। কম্পিউটার শিক্ষা না থাকলে কর্মক্ষেত্রে অদক্ষ বলেই বিবেচিত হয়। কম্পিউটার শিক্ষার প্রয়োজনীয় দিকগুলো হল- ১. ব্যক্তিগত ও জাতীয় জীবনে প্রযুক্তির কল্যাণকর সুবিধা প্রপ্তি, ২. কর্মক্ষেত্রে শ্রম ও ক্লান্তির বোঝা লাঘব, ৩. সামাজিক যোগাযোগ রক্ষার ক্ষেত্র বৃদ্ধি, ৪. ই-কমার্সের কারণে অর্থনৈতিক সহজীকরণ ও বাণিজ্যের ক্ষেত্র বৃদ্ধি, ৫. সফটওয়ার বণিজ্যের সম্ভাবনা সৃষ্টি, ৬. তথ্য ও উপাত্ত সংরক্ষণের নিরাপদ ক্ষেত্র, ৭. টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি, টেলিমেডিসিন, প্রোগ্রামিং, পণ্য বিপণন প্রভৃতির বিস্তার সাধন প্রভৃতি। কম্পিউটার ছাড়া যেন এখন আধুনিক সভ্যতা অচল।

কম্পিউটার বিষয়ক তত্ত্বীয় ও ব্যবহারিক জ্ঞান প্রদানের জন্য অত্র প্রতিষ্ঠানে একটি সমৃদ্ধ কম্পিউটার ল্যাব রয়েছে। এই ল্যাবে ছাত্র-ছাত্রীদের ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সহ কম্পিউটার এর বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।