এসএসসি পরীক্ষায় নাটোর জেলায় সর্বোচ্চ নম্বর অর্জন সোমা একাডেমির শিক্ষার্থীর
এসএসসি পরীক্ষায় নাটোর জেলায় সর্বোচ্চ নম্বর হিসেব ১২৭১ নম্বর অর্জন করে সোমা একাডেমির শিক্ষার্থী অঙ্কিতা চক্রবর্তী। সোমা একাডেমির অধীনে পরিচালিত ইংরেজি কোর্সে শিক্ষক মাহামুদুল হাসান এর তত্বাবধানে ইংরেজিতে তার অর্জিত নম্বর ১৯২। সোমা একাডেমি তার ভবিষ্যত জীবনের জন্য শুভকামনা জানাচ্ছে।